Ads Area

সরকারি চাকরির পরীক্ষার Best Book List | সরকারি চাকরির প্রস্তুতির জন্য সেরা বইগুলি |

WhatsApp Group Join Now
Telegram Group Join Now


সরকারি চাকরির পরীক্ষার Best Book List | সরকারি চাকরির প্রস্তুতির জন্য সেরা বইগুলি |


যে সকল ছাত্র-ছাত্রীরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যত চাকরি আছে তার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেছে তাদের একটাই জিজ্ঞাসা থাকে যে কোন বই পড়বো তারা ঠিকঠাক বুঝতে পারে না।


 আমিও যখন পড়াশোনা শুরু করেছিলাম চাকরির পরীক্ষার জন্য আমিও তখন ঠিকঠাক বুঝতে পারতাম না। 


কোন বই পড়বো বা কোন বই নেব না তার জন্য অনেক বই কিনেছি, অনেক বই কিনে অনেক বছর ধরে বই পড়ে বুঝতে পেরেছি যে এত বই কেনারী প্রয়োজন নেই। 


কয়েকটি মুষ্টিমেয় বই আছে যে বইগুলো Cover করলে সমস্ত চাকরির জন্য কিন্তু একেবারে তৈরি হওয়া যায়।


তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন কিছু বই যেই যেই সাবজেক্টগুলো কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের চাকরির পরীক্ষার জন্য লাগে বা সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আসে।


সেই সাবজেক্ট গুলোর এমন এমন বই নির্বাচন করেছি যে বইগুলো তোমরা যদি পুরোটা Cover করতে পারো তাহলে আশা করি তোমরা যে কোন পরীক্ষা কিন্তু Crack করতে পারবে।


আজকের এই পোস্টে আলোচনা করব সমস্ত বই নিয়ে যে বইগুলো পড়লে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি যদি পুরো বইটা কমপ্লিট করতে পারো তাহলে তুমি কিন্তু যে কোন চাকরির পরীক্ষা Crack করতে পারবে।


দেখো আমি কিছু সাবজেক্ট রেখেছি, প্রথমে যে সাবজেক্ট নিয়ে বেশিরভাগ স্টুডেন্ট প্রায় বলতে পারো ৮০% স্টুডেন্টের মনে ভয় থাকে সেই সাবজেক্টটা আমি আগে রেখেছি।


প্রথমে আলোচনা করব ম্যাথ সাবজেক্টটাকে নিয়ে। দেখো অংক বিশেষ করে যারা আর্টস এর স্টুডেন্ট তাদের মধ্যে না এই অংক কে নিয়ে একটা ভয় কাজ করে।


কিন্তু চাকরির পরীক্ষায় এসে কি হয় তাদের তো অংক করতেই হয় কিছু কিছু মুষ্টিমেয় পরীক্ষা এমন আছে যেখানে কিন্তু অংক থাকে না। কিন্তু এরকম আমরা বেশিরভাগ চাকরির পরীক্ষার্থী জানিনা সেই পরীক্ষাগুলো কি।


দেখো অংক এমন একটা জিনিস আমাদের চাকরির পরীক্ষায় একটা অংক করার জন্য আমাদের এক মিনিট সময় দেবে। এক মিনিটের মধ্যে সেই অংকটা আমাদের করতে হবে। তো অংকের নলেজটা যদি ভালো না থাকে বা অংক যদি ভালোমতো বা ঠিকঠাক না করতে পারি সে ক্ষেত্রে খুব একটা ভালো স্কোর কিন্তু আমরা করতে পারবো না তো অংক কিন্তু করা আমাদের খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।


তো চলে আসি অংকের ক্ষেত্রে কোন বইগুলো তোমাদের করা উচিত।


দেখো আমি তোমাদের প্রথমে বলবো যারা একদম প্রথমে শুরু করছো যারা সবে কলেজে উঠেছো যেমন আমি কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি তখন থেকে শুরু করেছিলাম আশা করি আমার মত এমন অনেক ছাত্র-ছাত্রীরা রয়েছো যারা কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছো তার সাথে সাথে চাকরির জন্য তৈরি হচ্ছ।তাদের জন্য আমি দুটো বই রেখেছি 


প্রথম বই যাদের একটু আর্থিক অবস্থা খারাপ নিমেষে অংক বলে একটা বই রয়েছে চঞ্চল ঘোষের সেই বইটা তারা কিনতে পারে। সেই বইটা তারা পুরো কমপ্লিট করতে পারে পুরো বই কিন্তু কমপ্লিট করতে হবে।



বইটার মধ্যে তোমরা প্রচুর সূত্র পেয়ে যাবে এবং বইটা খুব ভালো। এই বইটা আমি কিনেছিলাম এই বইটা আমি পুরোটা কভার করেছিলাম। বইটা পড়ে খুব ভালো একটা নলেজ তৈরি হবে তা নয় তবে একটা গ্রিপ পাবে।


কিছু কিছু জিনিস একটু বুঝতে অসুবিধা হবে। তো যারা ভাবছো একদম প্রথম থেকে শুরু করবে তাদেরকে বলব একটু কষ্ট করে হলেও ৩৫০ প্রায় ৪০০ টাকার কাছাকাছি দাম বা এখন হয়তো সাড়ে ৪৫০ হতে পারে। তোমরা সুবীর দাসের বইটা কিনতে পারো দারুন বই। যে সমস্ত ছেলেমেয়েরা কম্পিটিটিভ এর জন্য পড়ে প্রত্যেকেই এই বইটা কেনে এই বইটা আমার কাছেও ছিল।


তো তোমাদেরকে বলবো এই বইটা যারা যারা কমপ্লিট করবে তোমরা দেখবে পাটিগণিতের যদি সূচিপত্র দেখো পাটিগণিতের আলাদা ভাগ রয়েছে, বীজগণিত রয়েছে, ত্রিভুজ রয়েছে মানে আলাদা আলাদা যে ভাগ গুলো রয়েছে সমস্ত কিছু তোমরা পাবে। 


এবং খুব সুন্দর ভাবে মানে গতানুগতিক বলতে পারো প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো ধরো রেলের, ব্যাংকের, এসএসসির যে প্রশ্নগুলো এসেছে সে প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে। 


প্রায় বলতে গেলে প্রত্যেকটা প্রশ্ন এক একটা চ্যাপ্টারে যতগুলো প্রশ্ন রয়েছে প্রত্যেকটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র বা এই বই থেকে নেওয়া হয়ে গেছে।


তাহলে তোমরা বুঝতে পারবে ওই বই থেকে কতটা ইম্পরট্যান্ট এই প্রশ্নগুলো বা এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু ঘুরিয়ে-ফিরিয়ে পরীক্ষায় আসছে।


তো সুতরাং Subir Das নিয়ে যারা প্র্যাকটিস করবে যারা একদম নতুন নতুন পড়াশোনা শুরু করছো তাদের জন্য এই বইটা বেস্ট হবে। 



এরপর চলে আসি R.S. Agarwal -এর বই নিয়ে। দেখো R.S. Agarwal কারা করবে?


যাদের অংকের ভীতটা ভালো হয়ে গেছে মানে যারা সুবীর দাস Totaly Complete করে নিয়েছো এবার ভেবেছো যে না একটু মডারেটভাবে বা একটু অন্যরকম ভাবে তোমরা যদি করতে চাও তাহলে কিন্তু R.S. Agarwal -এর এই বইটা বেস্ট।


R.S. Agarwal -এর objective arithmetic বইটা ইংলিশ এবং বাংলা দুটো ভার্সনই রয়েছে।



এই বইটা কিন্তু খুব ভালো যাদের মোটামুটি অংকের Base ভালো রয়েছে তারা কিন্তু এই বইটা কমপ্লিট করতে পারো ব্যাস আর কিছুর প্রয়োজন হবে না।


তুমি যে কোন সরকারি চাকরির পরীক্ষার জন্য অংকের তোমার একটা যে বাঁধন বলতে পারো সেটা কিন্তু খুব ভালো মজবুত হয়ে যাবে তবে আমি তিনটে বই বললাম আশা করি প্রত্যেকেরই খুব হেল্প হবে।


চলে আসি আমরা পরের সাবজেক্টটাতে। দেখো পরের সাবজেক্ট হচ্ছে আমাদের যেটা আমি রেখেছি ইংলিশ। 


আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি কেন্দ্রের কথা বলি আমরা কিন্তু দুটো সাবজেক্ট কমন দেখতে পাই। বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রে সব পরীক্ষা নয় ইংলিশ আর অংক। এবার ইংলিশটা আমাদের ভালো করা কিন্তু খুবই দরকার। বা ভালোমতো স্কোর করা কিন্তু খুবই দরকার।


প্রথমেই আমি রেখেছি P.C Das -এর বইটা রেখেছি যেটা আমরা ক্লাস ইলেভেন টুয়েলভে পড়েছি। সেই বই থেকে গ্রামারের খুব ভালো নলেজ কিন্তু তোমরা পাবে। গ্রামারের বেসিক জিনিসগুলো তোমরা সেখান থেকে কমপ্লিট করতে পারো বেসিকটা ভালো মতো শিখে নিতে পারো।



আরেকটা বই তোমাদেরকে বলি S.P Bakshi -এর বই। S.P Bakshi -এর যে বইটা রয়েছে এই বইটাও কিন্তু খুব ভালো বই। অনেক টপিক ধরে ধরে ডিটেলসে বলা আছে। যারা ভাবছো যে একেবারে S.P Bakshi -এর বই নেবে না।


যারা Base Clear করতে চাও দেখো S.P Bakshi -এর বই কারা পড়তে পারবে যাদের মধ্যে একটু ইংরেজির নলেজ রয়েছে যারা একটু আপগ্রেড বা ইংলিশ একটু ভালো বোঝে তাদের জন্য এই বইটা বেস্ট।


কিন্তু যারা ভাবছো যে যাদের একটু ভিতটা কাঁচা রয়েছে তাদেরকে বলব আমি P.C Das -এর যে বইটা রয়েছে যেটা আমরা বেসিক্যালি ক্লাস ইলেভেন টুয়েলভে পড়েছি এই বইটা একটু ভালো করে দেখো।


যে ব্যাকরণ এর কোশ্চেন গুলো রয়েছে Narration রয়েছে, Voice রয়েছে এই বিষয়গুলো তুমি যদি খুব ভালো মতো করতে পারো তাহলে দেখবে অনেকটাই Base Clear হয়ে যাবে।



তাহলে P.C Das -এর বইটা কমপ্লিট করার পর S.P Bakshi -এর বইটা complete করলে কিন্তু একদম তোমার কাছে ইংরেজি সাবজেক্ট জলের মতো হয়ে যাবে। যেকোনো পরীক্ষার জন্য তুমি কিন্তু প্রস্তুত হয়ে থাকবে।


তো আমি তোমাদের এই দুটো বই বললাম আশা করছি এই দুটো বই করো। এই বই দুটো বেস্ট হবে আমার কিন্তু এই বইগুলো খুব ভালো লাগে।


ইংরেজির Baseটা ভালো করার জন্য আমিও কিন্তু প্রথমে P C Das করেছিলাম তার পরে S P Bakshi বইটা complete করেছিলাম।


একটা কথায় মাথায় রাখবে এই অংকের বই গুলো বলছি আর ইংরেজি বই গুলো প্রত্যেকটা বই কিন্তু পুরোটাই কমপ্লিট করবে। এরকম করো না যে অর্ধেক করে রেখে দাও বা পরীক্ষা আসুক তারপরে করব এই জিনিসটা কিন্তু করোনা।


পুরো বই কমপ্লিট করার চেষ্টা করবে তাহলে দেখবে তোমার একদম ভিতটা খুব ভালো মতো তৈরি হয়ে যাবে।


আরো একটা বই তোমাদের আমি Suggest করব, যে বইটা আমি একদম প্রথমে কিনেছিলাম সেটা হচ্ছে কামাল হোসেনের যে শর্টকাট method -এর যে ইংরেজি বইটা রয়েছে।



অনেক টেকনিক এরকম রয়েছে পার্সোনালি আমি তোমাদের বলছি বইটা আমার খুব ভালো লেগেছে।


যখন আমি একদম প্রথম পড়াশোনা শুরু করেছিলাম তো বইটা কিনেছিলাম দারুন বই।


দারুন মনে হয়েছে খুব শর্টকাট। খুব সুন্দর সুন্দর ভাবে যদি বলি preposition এই জিনিসগুলোকে এত সুন্দর করে বইটার মধ্যে বর্ণনা করা আছে।


যারা একটু দুর্বল তারা প্লিজ এই বইটা একবার চেক করতে পারো। দাম খুব কম ১০০ টাকার মধ্যে আশা করি হয়ে যাবে। বইটা পড়লে আশা করি নিজের মধ্যে একটা ধারণা তৈরি হবে। এবং খুবই ভালো লাগবে বইটা পড়তে তো আমি তোমাদেরকে তিনটি অপশন দিলাম।


তোমরা বুঝে নাও যে তোমার জ্ঞান কতটা রয়েছে ইংলিশে বিষয়ে। তারপরেই তুমি কিন্তু বই Choose করতে পারো বা কিনতে পারো। আশা করছি পয়সা বিনা কারণে নষ্ট হবে না বা বাড়িতে বই পড়ে থাকবে না।


চলে আসি পরের সাবজেক্টটাই। দেখো রিজনিং আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু রিজনিং থেকে প্রশ্ন আসছে।


কেন্দ্রীয় সরকার বল বা রাজ্য সরকার বল প্রত্যেকেই কিন্তু এই সাবজেক্টটা থেকে প্রশ্ন দিচ্ছে।


সুতরাং আমি রিজনিং এর জন্য বই রেখেছি। দেখো প্রথমেই আমি নিমেষে অংক করলাম।


নিমিষে রিজিনিংগোও পাবে একটা আর তোমরা সুবীর দাসের রিজিনিংগোও পাবে।



আমি তোমাদেরকে Prefer করব সুবীর দাসের রিজনিং করতে আর যদি সুবীর দাস এর রিজনিং পুরোপুরি Clear হয়ে যাই বা কমপ্লিট করতে পারো। তাহলে তোমরা Arihant -এর বইটা বেস্ট বই। এরপরে আর কোন বই এই থাকেনা। 



Arihant -এর যে বইটা কথা আমি তোমাদের বলছি তোমরা ওপরের দুটো বইয়ের মধ্যে যে কোন একটা বই যদি কমপ্লিট করতে পারো।


ধরো তোমরা নিমেষে বইটা কমপ্লিট করতে পারো বা সুবীর দাসের বইটা কমপ্লিট করতে পারো।


যেকোনো যদি একটা শেষ করে ফেলো তারপরে তোমরা Arihant নাও। Arihant কিন্তু Totaly ইংরেজিতে। তোমাদের বেশিরভাগ রিজনিং কিন্তু ইংরেজিতেই আসে সুতরাং এই বইটা তোমরা যদি আগে থেকেই প্র্যাকটিস করো সবথেকে বেস্ট হয় ওর বাইরে কোনরকম প্রশ্নই আসে না।



তো রিজনিং থেকে আমি তোমাদের তিনটে বই বললাম। আশা করছি তোমাদের জন্য এই তিনটে বই বিশেষ করে লাস্টের বইটা কিন্তু খুবই হেল্পফুল হবে। তো তোমাদেরকে আমি আরো একটা সাজেশন দিই।


তোমরা যারা যারা একদম নতুন থেকে শুরু করছ তাদেরকে বলছি দুটো সাবজেক্টের বই আগে থেকে সেটাকে শেষ কর টার্গেট নাও।


যে আমি এক মাসের মধ্যে শেষ করব পুরো বইটাকে। শেষ করার পর তোমরা পরের দুমাস টার্গেট নাও আবার অন্য সাবজেক্টের বই কিনব।


না হলে এতগুলো সাবজেক্টের বই কিনে তো নিলে কিন্তু পড়তে হয়তো একসাথে এতগুলোর হবে না।


তো বুঝতে পারছ যে আমি কি বলতে চাইছি তোমরা ভাগ ভাগ করে নাও এক মাস করে এক একটা করে বই কিনব এবং শেষ করব। দেখবে তোমরা অনেকটা কিন্তু এগিয়ে থাকবে। 


চলে আসি পরের সাবজেক্টটাকে নিয়ে যেটা হচ্ছে সেটা রয়েছে জিকে মানে জেনারেল নলেজ।


দেখো জেনারেল নলেজের মধ্যে কিন্তু আমাদের অনেক সাবজেক্ট পরে।


মানে বিশেষ করে বলতে গেলে History, Geography, Polity, Economics, সমস্ত বিষয় গুলোই পড়ছে। Life Science, Physical Science তো সব সাবজেক্টে পড়ছেই। 


তোমরা যদি আলাদা আলাদা করে সাবজেক্টের বই কেনো সেটাই তোমাদের জন্য বেস্ট হবে। 


দেখো আমি History এর জন্য রেখেছি জীবন মুখোপাধ্যায়ের একটা বই রয়েছে। যেটা আমার বেস্ট মনে হয়। আমার মনে হয় জীবন মুখোপাধ্যায় ইতিহাস যে পড়বে তার জন্য আর অন্য কিছু প্রয়োজন হবে না। 



প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে খুব সুন্দর ভাবে একদম প্রাচীন থেকে লেখা আছে আশা করছি তোমাদের খুব হেল্পফুল হবে জীবন মুখোপাধ্যায়ের বইটা।


চলে আসি Geography এর কাছে। Geography তোমরা কার্তিক চন্দ্র মন্ডল এবং ছায়ার এই বইটা তোমরা নিতে পারো এই বইটাও কিন্তু বেস্ট হবে।



এবং তোমরা যারা যারা ভাবছো যে তোমাদের Base Clear নেই। খুব ভালো একটা নেই Base।


তাদের মনে হচ্ছে যে তোমরা নাইন টেন খুব ভালোমতো পড়াশোনা করোনি। তাদেরকে বলব তোমাদের জন্য যে আরো একটি Best Option কি হবে।


তোমরা ফাইভ টু টেনের যত বই আছে। ভূগোলের যত বই আছে, History এর যত বই আছে তোমরা পড়ে ফেলতে পারো।


ওয়েস্ট বেঙ্গল সরকারের যে বই রয়েছে মানে এনসিটির গাইডলাইন যে বইগুলো রয়েছে সেই বইগুলো কিন্তু Totaly করতে পারো। তাহলে দেখবে কিন্তু Baseটা আরো ভালো মজবুত হয়ে যাবে তারপরে এই বইগুলো পড়তে পারো।


এরপরে চলে আসি দেখ Polity-র ক্ষেত্রে। তোমরা Polity-র জন্য রাজিব শ্রবণ বইটা নিতে পারো অথবা ইলেভেন টুয়েলভে যে পলিটি বই আছে সেই বইগুলো যদি কমপ্লিট করো Enough আর কিছুরই প্রয়োজন হবে না।



পলিটি থেকেও তোমার খুব ভালো মত যে একটা ভীত সেটা কিন্তু মজবুত হয়ে যাবে।


চলে আসা যায় পরের সাবজেক্টটাকে নিয়ে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান বা জিব বিদ্যা, পদার্থবিদ্যা এবং রসায়ন।


এটা একটা বই যে আমি এখন অব্দি পড়েছি সেটা হচ্ছে ফাইভ টু টেনের জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানের যে যত বই রয়েছে।


মানে একটাই বই হয় যে পরিবেশ বিদ্যা বলে যেটা নাইন টেনের থেকে আলাদা হতে শুরু করে সেই বইগুলো Totaly Complete করেছি।


তারপরে আমি আরেকটা বই কিনেছি যেটা আমি তোমাদেরকে বলি সাঁতরা পাবলিকেশনের আশা করছি এই বইটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে।


তোমার যদি একটু Base Clear না থাকে সে ক্ষেত্রে তোমার কিন্তু অসুবিধা হবে।


মানে তোমার Base টাকে Clear করতে হবে। তুমি চাইলে তুমি কিন্তু ফাইভ টু টেনের জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান কমপ্লিট করতে পারো। তারপরে তুমি এই বইটা পড়ো, এই বইটা তোমার জন্য খুব হেল্পফুল হবে। সাঁতরা পাবলিকেশনের এই বইটা।


তোমরা বুঝে গেলে যে সব বিষয়ে আলাদা বই বললাম History এর জন্য আলাদা বই Geography এর জন্য আলাদা বই Polity এর জন্য আলাদা বই বললাম এবং জীব বিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যার জন্য আমি একটাই বই তোমাদেরকে Recomend করবো এটা হচ্ছে সাঁতরা পাবলিকেশনের এই বইটা সবথেকে বেস্ট হবে।




Post a Comment

0 Comments
×close