আপনাদের মধ্যে অনেকেই হয়ত যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছেন, অনেকে আবার বর্তমানে টাকা পাচ্ছেন,অনেকে আবার পাচ্ছেন না। তো যারা পাচ্ছেন না এবং অনলাইনে যখন আপনারা স্ট্যাটাস চেক করছেন আপনাদের সামনে এই লেখাটি উঠে আসছে (Enrolled Under Employment Bank. Not Considered Under Yuvashree).
এই লেখাটির মানে কি এবং কি করতে হবে বা কি করনীয় সেই সমস্ত বিষয়ে তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব।
Enrolled Under Employment Bank. Not Considered Under Yuvashree মানে কি?
Enrolled Under Employment Bank এবং Not Considered Under Yuvashree দুটোরি মানে কিন্তু আলাদা আলাদা।
Enrolled Under Employment Bank এর মানে হচ্ছে আপনার নাম এমপ্লয়মেন্ট ব্যাংকের নথিভুক্ত করা হয়ে গেছে কিন্তু
Not Considered Under Yuvashree এর মানে হচ্ছে যুবশ্রী প্রকল্পের আওতায় আপনার নাম এখনো নথিভুক্ত করা হয়নি। আপনি নিচে দেওয়া তথ্য গুলি Step by Step ফলো করলে আপনার এই সমস্যার সমাধান ১০০% হয়ে যাবে।
সরকারি চাকরি পরীক্ষার Best Book List - Click Here
Enrolled Under Employment Bank. Not Considered Under Yuvashree - এটি দেখালে কি করতে হবে দেখে নিন (১০০% সমস্যার সমাধান)
১) Employment Bank এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
২) অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর User ID এবং Password দিয়ে লগইন করতে হবে।
৩) লগইন করার পরে আপনার প্রোফাইলটিকে আপডেট করতে হবে।
৪) এরপরে মাঝেমধ্যে লগইন করবেন তাহলে কিন্তু আপনার ডেটা এক্টিভ থাকবে।
এরপরে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে তার সঙ্গে মাঝেমধ্যে আপনি Job Seeker ID দিয়ে স্ট্যাটাস চেক করবেন দেখবেন কিছুদিনের মধ্যেই এই লেখাটা (Enrolled Under Employment Bank. Not Considered Under Yuvashree) কিন্তু আর আসবেনা। এবং এই প্রকল্পের আওতায় বেকার ছেলেমেয়েরা প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন।
🙏 শেয়ার করুন প্রয়োজনীয় দের কাছে