তপশীলি শ্রেণীভুক্ত মানুষ ও বিশেষ করে ছাত্র ছাত্রীদের জন্য কাস্ট সার্টিফিকেট তথা তপশীলি জাতি শংসাপত্র একটি অতি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় নথি। বিশেষত অধ্যয়নরত ও চাকরী ক্ষেত্রে এই নথি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে।
এই কাস্ট সার্টিফিকেট আবেদন করা নিয়ে আমাদের অনেক সময় নানা রকম অসুবিধায় পড়তে হয়। তাতে আমাদের সমস্যার শেষ থাকে না। আজকের এই পোষ্টের মাধ্যমে কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত সকল বিষয় সম্বন্ধে আপনারা জানতে পারবেন।
কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন?
কাস্ট সার্টিফিকেট আবেদন করার জন্য সম্পূর্ণ নতুন একটি ওয়েবসাইট খোলা হয়েছে। এই নতুন ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজেই মোবাইল ফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে SC ST OBC সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন।
জাতি প্রমাণপত্রের আবেদন করার জন্য : এখানে ক্লিক করুন
SC ST OBC কাস্ট সার্টিফিকেট আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে?
অনলাইন থেকে কাস্ট সার্টিফিকেট আবেদন করার জন্য কাস্ট সার্টিফিকেট কে দুই ভাগে ভাগ করা হয়েছে।
i) OBC কাস্ট সার্টিফিকেট এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
ii) SC ST সার্টিফিকেট এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
OBC সার্টিফিকেট করতে কি কি ডকুমেন্ট লাগবে?
১. মাধ্যমিক পাশের মারসিট অথবা এডমিট কার্ড অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট
২. আবেদনকারীর আধার কার্ড অথবা আবেদনকারীর বাবার আধার কার্ড
৩. আবেদনকারী রেশন কার্ড অথবা ভোটার কার্ড
৪. আবেদনকারীর জন্ম সার্টিফিকেট
৫. এক কপি সম্প্রতিকালে তোলা পাসপোর্ট সাইজ ফটো
৬. আবেদনকারীর বাবার ভোটার কার্ড এবং আবেদনকারীর বাবার রেশন কার্ড
৭. আবেদনকারীর বংশের রক্তের সম্পর্ক আছে এমন কারো যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই কার সার্টিফিকেট এর জেরক্স কপি ( এই কার সার্টিফিকেট এর জেরক্স কপি দিলে আপনাকে একটা সাদা কাগজে চারটের আকারে বুঝিয়ে দিতে হবে যে আবেদনকারীর সঙ্গে সেই ব্যক্তির কি সম্পর্ক )
৮. আবেদনকারীর একটি বাৎসরিক আয়ের সার্টিফিকেট গ্রাম প্রধানের কাছ থেকে নিতে হবে অথবা যদি হন তাহলে লোকাল কাউন্সিলরের কাছ থেকে নিতে হবে
৯. গত তিন বছরের ইনকাম ট্যাক্স দেয়ার রিটার্ন ফাইল
১০. যদি আবেদনকারী কোন গভমেন্টের চাকরি করে থাকে সে ক্ষেত্রে তাকে যথাযথ প্রমাণ পত্র দিতে হবে।
সরকারি চাকরি পরীক্ষার Best Book List - এখানে ক্লিক করুন
SC ST সার্টিফিকেট করতে কি কি ডকুমেন্ট লাগবে?
SC এবং ST সার্টিফিকেটের জন্য আবেদনকারীকে উপরোক্ত দেওয়া সমস্ত ডকুমেন্টস গুলো দিতে হবে ১ নম্বর থেকে ৮ নম্বর পর্যন্ত ।
🙏 শেয়ার করুন প্রয়োজনীয় দের কাছে